কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে জাহাঙ্গীর কবির চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ২০২।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল মনসুর চৌধুরী পেয়েছেন ২৪ হাজার ৫৩৩ ভোট।
জাহাঙ্গীর কবির ১২ হাজার ৬৬৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
বুধবার (২৯ মে) অনুষ্ঠিত কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।