কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ওই বৃদ্ধের নাম আলী আকবর ভূইয়া (৬৫)। কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস লোকাল ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।

শুক্রবার (২৯ নভেম্বর) জেলার সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ফকির বাড়ি রেলক্রসিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী আকবর ভূইয়া জেলার তাড়াইল উপজেলায় তালজাঙ্গা ইউনিয়নের লাখপুর গ্রামের বাসিন্দা। কিশোরগঞ্জ রেলওয়ে থানার এসআই হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে তানভীর ভূইয়া বলেন, বিকেলের দিকে খবর পাই কিশোরগঞ্জ স্টেশন থেকে একটু দূরে মহিনন্দ এলাকায় ট্রেনের সাথে ধাক্কা লেগে আমার আব্বা মারা গেছেন। পরে দ্রুত আমাদের পরিবার ঘটনাস্থলে হাজির হয়। আমার আব্বা দীর্ঘদিন যাবৎ মানসিক রোগী ছিলেন। বার বার বলেও চিকিৎসা করানোর জন্য নিয়ে যেতে পারিনি তাকে। চিকিৎসা করানোর কথা বোয় তিনি বাড়ি বের হয়ে যান।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, নিহত ওই ব্যক্তি রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস লোকাল ট্রেনটি ফকির বাড়ির রেলক্রসিংয়ের কাছে পৌঁছলে তাকে পেছন থেকে ধাক্কা দেয় এবং এতে তিনি ছিটকে পড়ে যান। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার আগে ট্রেনটি বেশ কয়েকবার হর্ন দিয়েছিল। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ওই জায়গায় পূর্বেও এমন অসংখ্য দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.