ভোটকেন্দ্র দখল ও সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৩ ছাত্রলীগ কর্মীকে শোকজ করতে গিয়ে এক ভুয়া ছাত্রের সন্ধান পেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। চবির ইতিহাস বিভাগে দীর্ঘ ২ বছর ধরে অধ্যয়ন করছিলেন ঐ ভুয়া শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা ৩টার দিকে ইতিহাস বিভাগের ২০২ নম্নর কোর্সের একটি টিউটোরিয়াল পরীক্ষায় অংশ নেওয়ার সময় এই ভুয়া শিক্ষার্থীকে সনাক্ত করেন বিভাগের এক শিক্ষক।
জানা গেছে, ইমন হাসান রাব্বি নামের ওই ভুয়া শিক্ষার্থী চবির ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের সঙ্গে ক্লাস করতেন।
চবি ছাত্রলীগের বগি ভিত্তিক উপগ্রুপ সিএফসির ছত্রছায়ায় চবির আব্দুর রব হলে থাকার পাশাপাশি ক্যাম্পাসের সংঘর্ষগুলোতে নিয়মিত অংশ নিতেন। ইতিহাস বিভাগ থেকে মাইগ্রেশন হয়ে অন্য বিভাগে চলে যাওয়া এক শিক্ষার্থীর আইডি ব্যবহার করে গত দুই বছর নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছিলেন ইমন।
গত ২১ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানোর ঘটনায় চবি ছাত্রলীগের দুই উপগ্রুপ- বিজয় ও সিএফসির ২৩ কর্মীকে শোকজ করে তদন্ত কমিটি। তবে বিভাগে শোকজ নোটিশ পাঠাতে গেলে দেখা যায়- ওই শিক্ষার্থীর নাম এবং আইডির কোনো মিল নেই। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একাডেমিক শাখায় খোঁজ নিয়ে দেখা যায় ওই নামের কোনো শিক্ষার্থী নেই।
এ বিষয়ে জানতে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা হায়দারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুল ইসলাম বাবু বলেন, প্রথম বর্ষ থেকেই ইমন নিয়মিত ক্লাস করতো। তার আইডি নম্বর ছিল ২২১০৩১১২। তবে এ আইডি নম্বর বাংলা বিভাগে মাইগ্রেশান হওয়া লিমন নামের আরেকজন শিক্ষার্থীর বলে জানতে পেরেছি। এছাড়া বিভাগের বিভিন্ন অনুষ্ঠান, ট্যুরেও নিয়মিত অংশগ্রহণ করতো সে। প্রথমবর্ষে পরীক্ষায় অংশগ্রহন সা করেও রেজাল্ট প্রকাশের পর ফেসবুকে পোস্ট দিয়ে সে জানিয়েছিল তার রেজাল্ট সিজিপিএ ৩.৩৮। তখন বিষয়টিকে দুষ্টুমি মনে করেছিলাম। তবে এ ঘটনার পর হলে গিয়ে দেখি ওর আইডি নম্বর, নাম এবং রেজাল্ট কিছুই নেই। এরপর ওর আসল আইডি নম্বর জানার জন্য ওর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কথা বলি কিন্তু ওরা কিছুই জানেনা।