দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতঘর। ২ মে (রোববার) রাতে উপজেলার মধ্য বোয়ালখালী গ্রামের মোঃ রাসেল মিয়ার ঘরে অগ্নিকান্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী এসে টানা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১২ টার দিকে আগুন আগুন চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। এসময় দমকল বাহিনীকে বার্তা দিলে তারা ঘটনাস্থলে এসে টানা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বতসঘরের কর্তা রাসেল মিয়া জানান, “আগুনে আমার ঘরের সবকিছু ছাই হয়ে গেছে। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। শুধুমাত্র আমার মেয়ে ও নাতিদের উদ্ধার করেছি। প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাতের আধারে কেউনা কেউ আমার এ ক্ষতিসাধন করেছে।
রাতেই বেতছড়ি সেনা সাব-জোন ও দীঘিনালা থানার দ্বায়িত্বরত টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।