বাজেটকে স্বাগত জানিয়ে মহসিন কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নিদের্শনায় নগরীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ।

মঙ্গলবার (১১ জুন) কলেজের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে চকবাজার, গনি বেকারি হয়ে কলেজের জিরো পয়েন্টের বঙ্গবন্ধু মূর‌্যালে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে মহানগর ছাত্রলীগের নেতা মুহাম্মদ আনোয়ার হোসেন পলাশ বলেন- ‘এবার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছে এই বাজেট তারুণ্যের স্বপ্নপূরণের বাজেট। এই বাজেট শিক্ষার্থীদের স্বপ্ন পুরনের বাজেট।’

তিনি আরো বলেন- ‘এই বাজেট দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এবারে প্রস্তাবিত এ বাজেটের আকার ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা। যা আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।’

উপস্থিত ছিলেন সুমন শাহরিয়ার, ইফতেখার রানা, মিনহাজুল আবেদীন সাজিদ, মো. নাজিম উদ্দিন, জিয়াউল হক এমদাদ, সিমলা দত্ত তন্বী, আবদুস সোবাহন, এম এ মনির, মোহাম্মদ এরশাদ, দোলন বড়ুয়া, রাবেয়া বসরি লিজা, নিশি চোধুরী, হাবিবুর রহমান সুজন, শাখাওয়ার হোসেন রাব্বি, নাজমুল হাসান বাপ্পু, সরওয়ার মির্জা, মোহাম্মদ শাহরিয়ার, ফারহান উদ্দিন খান, মো:ইমাম হোসেন ইমন, নুর উদ্দিন ফয়সাল, মো. হাছান, জয় দে, আনিকা সুলতান, আবির হোসেন, নাইমুর রহমান, আমিনুল ইসলাম রাকিব, রাজিব মাহমুদ, কায়সার হামিদ, মোহাম্মদ মিজান, জোবায়ের, জিহাদ, ওসামা, অর্পন পাল, সাবিত হাসান, মঞ্জুর মোর্শেদ এনি, মো. সাকিব, মোহাম্মদ সালাউদ্দিন, শিমুল দাশ, আব্দুল লতিফ, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ তুহিন, আনোয়ার হোসেন, মো. রাশেদ, পারভেজ, আবরার, তামিম, মাহতিম সাকিব, ওসমান খান, আদিব, মাশরাফি, শেখ আব্দুল আজিজ, হামিদ, আজম, নকিব, মোনতাসিম, ফয়সাল, শাহরিয়া, ফাহিম, সাকিব, লিমন, সাজ্জাদ, সিফাত, মুশফিক, শুভ, নেহাল, শোয়াইভ, আবিয়াজ, আনাস বিন বাকের, আরমান ও ইসফাহ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.