প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও সুশিক্ষায় জাতি গড়ে তুলতে হবে : ড. উজ্জ্বল

মানবকল্যাণ ফোরামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব বলেছেন, জ্ঞানই আলো, জ্ঞানই শক্তি, জ্ঞানার্জনের জন্য ছাত্র হতে হবে সারাজীবন। আমরা যাঁরা অধ্যায়ন করি তারাই ছাত্র। তাঁরাই সমাজ ও রাষ্ট্রের দিশারী। জ্ঞানের পরম তপস্যা না করলে আলোর দেখা পাওয়া যায় না। জ্ঞানার্জন ছাড়া সমাজ অন্ধকারে ঢেকে থাকে। শুধু পড়া লেখা করলে হবে না, তার সাথে সাথে মানবতা সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলে হবে না। নৈতিক, মূল্যবোধ সুশিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হবে।

মানবকল্যাণ ফোরাম আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব।

শুক্রবার (১৪ জুন) সকালে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সংগঠন মানবকল্যাণ ফোরাম-বাংলাদেশ’র উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মানবকল্যাণ ফোরামের প্রধান উপদেষ্টা সমাজসেবক আশুতোষ সরকার। মহান অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (নারায়ণগঞ্জ) চন্দ্রশেখর মল্লিক। প্রধান বক্তা ছিলেন ধর্মভাষক, প্রাবন্ধিক ও গ্রন্থকার সুদর্শন চক্রবর্তী। মানবকল্যাণ ফোরামের সভাপতি শিমুল নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অজয় দত্ত। বিশেষ অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা প্রদীপ কুমার দাশ।

ফোরামের উপদেষ্টা কাঞ্চন তালুকদার ও যুগ্ম সম্পাদক উদয় সিংহের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পলাশ কান্তি নাথ রণি, স্বপন কুমার সাহা, এস প্রকাশ পাল, পলাশ চৌধুরী, স্বপন বিশ্বাস, সন্তোষ চৌধুরী, সজল চৌধুরী, মিঠু মহাজন, টিংকু দাশ, দেবাশীষ দত্ত, সুকান্ত মজুমদার, উজ্জ্বল দে, রনি দাশ বিনয়, শুভ কুন্ড, যাদব দাশ, অভি দাশ, খোকন চৌধুরী, প্রকাশ দে, উজ্জ্বল দাশ প্রমুখ।

শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন শিবশংকর চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা মানবকল্যাণ ফোরামের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মহৎ দেব, অনন্যা দত্ত, মহিমা দেব ত্রয়ী, প্রমা অবন্তি বিশ্বাস, পৌষী দে, অর্পিতা দত্ত এবং নৃত্য পরিবেশন করেন এঞ্জেল ভঞ্জ, অশ্রুকণা তালুকদার, পুষ্পিতা দত্ত, কথামনি চৌধুরী, দেজস্বী দত্ত, অস্মি দে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.