স্বপ্নের চট্টলার উদ্যোগে অসহায়দের সেহেরি বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : নগরীর বিভিন্ন এলাকায় ও জালালাবাদ ওয়ার্ডের এতিমখানা ও মাদ্রাসায় সেহেরি বিতরণ করেন স্বপ্নের চট্টলা নামের মানবিক সংগঠন।
গত ৩০ এপ্রিল শুক্রবার, সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কে. বি. এম. শাহাজাহান এর নির্দেশে এই সেহেরি বিতরণ করা হয়।
সেহেরি বিতরণে উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান সাইফউদ্দীন (সাইফ), সভাপতি সাজিদ চৌধুরী (সাব্বির), সাধারণ সম্পাদক মো. মোরশেদ, ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো. শাহেদ ইকবাল (বাবু), ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব ও ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন জালালাবাদী, স্বপ্নের চট্টলার কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মুসা খান, সহ-সভাপতি আরাফাত নবী ফাহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এরফান উদ্দিন মেজু, সাংগঠনিক সম্পাদক আলী আজম জিসান, অর্থ-সম্পাদক রেজাউল ইসলাম আকরাম, দপ্তর সম্পাদক হারুণ, ধর্ম-বিষয়ক সম্পাদক সজিব রহমান, পাঠাগার-সম্পাদক সাদ্দাম হোসেন ফাহিম, প্রচার-সম্পাদক নাসির উদ্দীন, সমাজ-সেবক সম্পাদক সোলাইমান, জুনায়েত আরেফিন, সাজ্জাদ হোসেন রিপন, রাশেদ রাজু, আশিক মনির, মহিউদ্দিন ছোটন, মোনসুর, রায়হান উদ্দিন মুন্না, দেলোয়ার, তাজু, শিশির সহ প্রমুখ।