মানুষের পাশে যুবলীগ নেতা জহির উদ্দিন

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ বিশ্ববরেণ্যে আলেমেদ্বীন প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীর নির্দেশনায় লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জহির উদ্দীন জহিরের নিজস্ব তহবিল হতে লোহাগাড়া নয় ইউনিয়নের মধ্যে অসহায় ও দুঃস্হ পরিবারের মধ্য থেকে এক হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২ মে রবিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নস্হ দরবেশ হাটে তার নিজ কার্যালয় থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন। এসময় যুবলীগের অন্য নেতাকর্মী উপস্হিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দীন জহির বলেন, প্রতিবছর ঈদের আগে আমি ব্যক্তিগত ভাবে এলাকার মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। এই বছর করোনা বিপর্যয়ে সাধারণ মানুষ ঘরবন্দী ও কর্মহীন। তাই তাদেরকে ঈদ উপহার হিসেবে এমপি সাহেব এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীর নির্দেশনায় কিছু খাদ্যসামগ্রী দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আগামীতেও আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি কথা দিচ্ছি।

মন্তব্য করুন

Your email address will not be published.