নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে চাল পৌঁছে দিচ্ছে সাতকানিয়ার কেরানীহাটের সামাজিক সেবামূলক সংগঠন সানরাইজ।
জনসমাগম এড়াতে দরিদ্র মানুষের তালিকা ধরে সংগঠনের সদস্যরা রোববার (২ মে) কেঁওচিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই চাল পৌঁছে দেন।
ধাপে ধাপে ইউনিয়নের অন্য ওয়ার্ডেও এই চাল দেওয়া হবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
সানরাইজ’র সভাপতি মোজাম্মেল হক আব্দুল্লাহ বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে কয়েক দিন ধরে বন্ধ যানবাহন চলাচল। অসহায় হয়ে পড়েছে অনেক দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। তাই এলাকার মানুষের জন্য সাধ্যমতো চাল পৌঁছে দিচ্ছি। প্রাথমিকভাবে প্রথম ধাপে কেঁওচিয়ার প্রতিটি এলাকার হতদরিদ্রদের মাঝে চাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
সানরাইজ’র সভাপতি মোজাম্মেল হক আব্দুল্লাহ ছাড়াও চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজি রাহাত, অর্থ সম্পাদক রিদুয়ানুল হক নাঈম, প্রচার সম্পাদক নাসিম জুবাইর, শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ হোসাইন, ক্রীডা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তৌহিদ জুয়েল, সদস্য আজিম উদ্দিন, মেহেদি মিরাজ ও আবু তালেব।