নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতকানিয়া সাংবাদিক ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ মে) সাতকানিয়ার কেরানীহাটস্থ একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া সাংবাদিক ফোরামের সদস্যদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।
ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদ্দীনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি চাটগাঁর সংবাদ পত্রিকার মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আজকের চট্টগ্রামের ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ কন্ঠের মোঃ তারেকুল ইসলাম, প্রচার সম্পাদক দৈনিক ভোরের ডাকের মোঃ নুরুল আমিন, দপ্তর সম্পাদক আমাদের নতুন সময়ের মোঃ ইকবাল হোসেন, অর্থ সম্পাদক দ্যা বাংলাদেশ টুডের রমজান আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক আলোকিত সকালের মোঃ রিদুয়ানুল হক,পরিবেশ বিষয়ক সম্পাদক প্রবাসীর দিগন্তের মোঃ জাহেদুল ইসলাম, সদস্য চ্যানেল এস’র রতন দাস, কোয়ালিটি টিভির তুষার আহমেদ চৌধুরী কাইসার ও চট্টগ্রাম সংবাদের আজিম উদ্দিন।