সীতাকুণ্ডে জাল লাইসেন্সে কারখানা পরিচালনা, ম্যাজিস্ট্রেটের অভিযানে বন্ধ

সীতাকুণ্ডে বিএসটিআই অনুমোদন ছাড়া পিভিসি পাইপ তৈরি ও বিএসটিআইয়ের জাল লাইসেন্স প্রদর্শন করার দায়ে ‘দি ওয়েভ অব চিটাগং’ নামক একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১ জুলাই) বিকেল চারটার দিকে ছোট কুমিরার মছজিদ্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের জাল লাইসেন্স দেখিয়ে পরিচালনা করছিল। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন নেয়নি তারা। যার কারণে প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিএই কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও সীতাকুণ্ড মডেল থানার সদস্যরা।

মন্তব্য করুন

Your email address will not be published.