কৃষকের ফোন পেয়ে ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

আনোয়ারা প্রতিনিধি

শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারণে জমির পাকা ধান কাটতে পারছিলেন না চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কৃষক মোহাম্মদ ইলিয়াছ। ক্ষেতে ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। এরমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। যে কারণে শ্রমিক সংকটে পাচ্ছেন না কোনো শ্রমিকও। কৃষকের বোরো ধান কাটার এই সময়ে দেশের বিভিন্ন স্থানে এগিয়ে আসছেন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা, কেটে দিচ্ছেন স্বেচ্ছায় কৃষকের ধান। ধান কাটার এই মৌসুমে কৃষকের পাশে দাঁড়াচ্ছেন এমন খবর পেয়ে সকালে ফোন দেন আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমানকে ফোন পেয়ে রমজানের তপ্ত রোদে কৃষকের ২০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেয়া হয় সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (০২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বারশত এলাকার কৃষক মোহাম্মদ ইলিয়াছের ২০ শতক জমির পাকা ধানা কেটে ঘরে তুলে দেন তারা। কৃষকের পাশে দাঁড়াতে পেরে নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। ছাত্রলীগের এই মহত কাজে সামিল হতে ছুটে আসেন সংগঠনের নেতাকর্মীরা। ধান কাটা শেষে ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে এই কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়।

কৃষক মোহাম্মদ ইলিয়াস বলেন, করোনার এই সময়ে কষ্টের দিন পার করছি, ধান কাটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। এমন সময় ছাত্রলীগের ভাইয়েরা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আমার অনেক বড় উপকার করলো। আমি ছাত্রলীগ ভাইদের প্রতি কৃতজ্ঞ।

ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমাদেরকে সকালে কৃষক ইলিয়াস ফোন করে জানান শ্রমিক সংকটের কারণে তিনি ২০ শতক জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েন। আমরা ফোন পেয়ে এই অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করতে পেরে গর্বিত।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে দেশের এই ক্রান্তিকালে সকল সংকট মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি সফল করতে নির্দেশনা প্রদান করায় বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

মন্তব্য করুন

Your email address will not be published.