সাতকানিয়া -পৌরবাসীর স্বপ্ন পূরণে মেয়রের ৪৮কোটি টাকার বাজেট ঘোষণা

 

 

সৈয়দ আককাস উদদীন 

 

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৪৮ কোটি ৩৪ লাখ ৫৫ হাজার ৭০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বেলা ১২টায় পৌরসভা মিলনায়তনে মেয়র মোহাম্মদ জোবায়ের এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৩ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা আয় ধরা হয়েছে। এ ছাড়া উন্নয়ন খাতে সরকারি অনুদান বাবদ ২ কোটি এবং বিবিধ প্রকল্প খাতে ৩৬ কোটি ৭০ লাখ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া আয়ের উৎস হিসেবে রাখা হয়েছে বিবিধ খাতে ৬৫ লাখ, অন্যান্য খাতে ২ কোটি ১০ লাখ, মূলধন থেকে ৭১ লাখ ৫০ হাজার, উন্নয়ন খাত ব্যতীত সরকারি অনুদান ৪৭ লাখ, বেসরকারি অনুদান ২০ লাখ, রেইটস খাতে ৩৮ লাখ, ফিস ও সম্পত্তি থেকে ১৩ লাখ এবং প্রারম্ভিক স্থিতিতে ১ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার ৭০১ টাকা।

ঘোষিত বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে অবকাঠামো উন্নয়নে ৩৭ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া ব্যয় ধরা হয়েছে বিবিধ খাতে ৪ কোটি ৫০ লাখ, সংস্থাপন খাতে ২ কোটি ২ লাখ, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালীতে ৭৮ লাখ, সমাপনী স্থিতিতে ২ কোটি ৬৯ লাখেরও বেশি, মূলধন হিসেবে ৪৭ লাখ, শিক্ষা খাতে ২০ লাখ এবং কর নির্ধারণ ও আদায়ে ৩ লাখ টাকা।

বাজেট ঘোষণাকালে মেয়র জোবায়ের বলেন, ‘প্রস্তাবিত বাজেটে জেন্ডার বৈষম্য ও দারিদ্র নিরসনে সরকারি নির্দেশনা মতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে পৌর এলাকার আইনশৃঙ্খলার উন্নয়ন, রাস্তাঘাট, ড্রেনেজ, যানজট, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, লাইটিং, সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।’

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র একেএম মোর্শেদ, পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী গৌতম দাশসহ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

Your email address will not be published.