সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে হবে : মোতালেব

লোহাগাড়া উপজেলা পরিষদের উদ্যোগে নবনির্বাচিতদের বরণ এবং সাবেক জনপ্রতিনিধিদের বিদায়সহ মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ জুলাই উপজেলা পরিষদ সভা কক্ষে বরণ অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সরওয়ার মামুন এবং মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার।

একই সময় বিদায় নেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল’র মৃত্যুর পর স্থলাভিষিক্ত সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জেসমিন আক্তার ও ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির। উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাছান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানসহ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে পরবর্তী মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী’র সভাপতিত্বে। পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত তিনটি সভার প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এম.এ. মোতালেব সিআইপি।

তিনি বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে হবে।’ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাছান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, বিদায়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেসমিন আক্তার ও ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহীম কবির, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান সরওয়ার মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আখতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.