পেকুয়ায় মহিলাকে কুপিয়ে জখম

কক্সবাজারের পেকুয়ায় তারমিন আক্তার (২০) নামের এক মহিলাকে মাথায় কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া নুরীরপাড়ায় এ ঘটনা ঘটে। আহত তারমিন আক্তার ওই এলাকার দিনমজুর পারভেজের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারমিনের মা জীবন আরা একজন অন্ধ মহিলা। তাকে অন্ধ পুতু হিসেবে সবাই চিনেন। ঘটনার দিন বিকেলে স্থানীয় ইব্রাহীমের পুত্র খোরশেদ, তার ভাই রাশেদ অন্ধ পুতুর উঠানের উপর দিয়ে দুটি টমটম গাড়ি চালায়। এতে করে উঠানটি গর্ত হয়ে যায়। এ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে তারা দুই ভাই অন্ধ পুতুকে কিল, ঘুষি মারছিল। এ সময় পুতুর মেয়ে তারমিন গিয়ে মাকে উদ্ধার করে। হামলাকারীরা ধারালো দা দিয়ে অন্ধ পুতুর মেয়ে তারমিনকে মাথায় কুপিয়ে জখম করে।

উজানটিয়া ইউপির গ্রাম পুলিশ কামাল হোসেন জানান, তারমিন আমার ভাগ্নি। পুতুর উঠান গর্ত করে ফেলে। উঠানের উপর দিয়ে টমটম আসা যাওয়া করে। নিষেধ করায় আমার ভাগ্নিকে কুপিয়ে মাথায় কুপিয়ে জখম করে।

পেকুয়া থানার ওসি মো. ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.