স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়িয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি মোতালেব
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্য সেবার অন্যতম মূল চাবিকাঠি। তাই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়িয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। এতে জনগণ যেভাবে উপকৃত হবে, অনুরূপভাবে সরকারের স্বাস্থ্য সেবার মানও প্রশংসিত হবে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় স্থানীয় সাংসদ এবং সভার সভাপতি এম.এ. মোতালেব সিআইপি উপরোক্ত কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাছান, থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এম.এস মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, সাবেক পদুয়া ইউপি চেয়ারম্যান মো. জহির উদ্দীন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. কেএম আবদুল্লাহ আল মামুন ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রুনা আকতার প্রমুখ।