দেশি-বিদেশি অপশক্তি দেশে নাশকতা চালিয়েছে : মেয়র

কোটা সংস্কার আন্দোলনের আড়ালে সরকারকে বিপদে ফেলতে দেশি-বিদেশি অপশক্তি সারা দেশে নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

বুধবার (৩১ জুলাই) দুপুরে নগরের টাইগারপাসের চসিক কার্যালয়ে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম জেলা কমিটির নেতাদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

কোটা আন্দোলনের নামে নাশকতাকারীদের হামলায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ায় স্বাচিপ নেতাদের অভিনন্দন জানিয়ে মেয়র বলেন, শিক্ষার্থীরা স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র বুঝতে পেরে ঘরে ফিরে গেলেও নাশকতাকারীরা থামেনি।

তিনি স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে স্বাচিপ নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন স্বাচিপ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী, সহসভাপতি ডা. রফিকুল মাওলা, সাধারণ সম্পাদক ডা. আরিফুল আমিন, চমেক স্বাচিপ শাখার সভাপতি ডা. রবিউল করিম, সাধারণ সম্পাদক ডা. রিজয়োন রেহান প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.