বাঁশখালীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

 

 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী ও চাম্বল ইউনিয়নে বন্য হাতি দ্বারা নিহত পরিবারের মাঝে ৬ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।

বাঁশখালী উপজেলা প্রশাসন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের যৌথ আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, জলদীর বিট কর্মকর্তা উহ্লামং চৌধুরী।

 

জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, বন বিভাগের উদ্যোগে বন্য হাতির আক্রমণে নিহত বৈলছড়ী ইউনিয়নে মোঃ সিবগতুল্লাহ রিজবীর
পরিবারের মাঝে ৩ লাখ টাকা এবং চাম্বল ইউনিয়নে আজগর হোসেনের পরিবারের মাঝে ৩ লাখ। সর্বমোট ২ পরিবারের মাঝে ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.