বাঁশখালীতে সাবেক এমপি মোস্তাফিজসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

 

 

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাঁশখালীতে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল হামিদের আদালতে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে মামলাটি করেন কালীপুর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন, এডভোকেট তকসিমুল গণি ইমন, এডভোকেট আবু নাছের, এডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন সহ বিপুল সংখ্যক আইনজীবী।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশ ও আশ্রয়ে বাঁশখালীর কালীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, চাঁদাবাজি, জায়গা জমি এবং বাগান দখলসহ বিরোধী লোকজনের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়।

মামলার বাদী নুরুল হক অভিযোগ করে বলেন, ২০২৩ সালের ২৫ ডিসেম্বর ও ২০২৪ সালের ২৫ জুলাই সাবেক এমপি মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক আব্দুল গফুরের নির্দেশে যুবলীগ নেতা জমির উদ্দিন, নুরুল মোস্তফা, আবু ছৈয়দ, আবু বক্কর, আবু ছালেক ও জয়নাল কালীপুরে তার লিচু বাগান দখল করেন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আমার ঘরবাড়ি ভাংচুর করেন। আমাকে ক্ষমতার অপব্যবহার করে নির্যাতন করা হয়েছে। আমি ও আমার পরিবার কে একের পর মিথ্যা মামলা দিয়ে বাড়ি ঘর চাড়া করেন। তাদের অত্যাচারে আমি আমার বাড়ি ঘরে পর্যন্ত ডুকতে পারিনি।

বাদীর আইনজীবী এডভোকেট তকসিমুল গণি ইমন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত সুধাংশু শেখর হাওলাদার জানান, মামলার বিষয়টি শুনেছি। আদালত থেকে আদেশের কপি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

 

মন্তব্য করুন

Your email address will not be published.