শুক্রবার (২৩ আগস্ট) নগরীর দেওয়ানবাজারের মহানগরী জামায়াত কার্যালয়ে থানা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক ছাত্র-জনতাকে হত্যার জন্য অবিলম্বে মানবতাবিরোধী অপরাধে খুনি হাসিনাসহ তার মন্ত্রী-এমপি ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
তিনি বলেন, মানুষের ঘরে ঘরে আল্লাহ দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। জামায়াতে ইসলামীর জনশক্তিদের নিজেদের পরিবার, প্রতিবেশি ও আত্মীয়-স্বজনের হক আদায় করতে হবে।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ।