কেরানীহাটে  আলেম ওলামাদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায়  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানসহ ৮১জনের বিরুদ্ধে মামলা

সাতকানিয়া প্রতিনিধি 
চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে আলেম ওলামাদের একটি মিছিলে অতর্কিত হামলার অভিযোগে এবার ৮১জনের বিরুদ্ধে করা হয়েছে মামলা।
২৮শে আগষ্ট (বুধবার) সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়ার মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র মো: তসলিম(৫০) বাদী হয়ে সাতকানিয়া থানায় এই মামলা দায়ের করেন।

 

 

সাতকানিয়া থানায় দায়ের হওয়া এজাহারসূত্রে জানা যায়, সমগ্র বাংলাদেশ ব্যাপী ছাত্র জনতার অভ্যুত্থানে সমর্থন দিয়ে গত ১৮ই জুলাই বিকালে সাতকানিয়া রাস্তার মাথা থেকে কেরানীহাটের দিকে আসছিলো নিরীহ নিরস্ত্র ছাত্রজনতা তখন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান আলী ও মাদার্শার সাবেক চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী ও চেয়ারম্যান রিমন,চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমনের নেতৃত্বে পরিচিত ৮১জন তৎকালীন সরকারদলীয় ক্যাডারসহ অপরিচিত অন্তত ২৩০জনের একটি সংঘবদ্ধ চক্র নিরীহ ছাত্রজনতার উপর হামলে পড়ে এবং নিরস্ত্র জনতার উপর বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও দা কিরিচ দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেন।
পরবর্তীতে চিহ্নিত সন্ত্রাসীরা আশেপাশে ৬টি দোকান ও স্থানীয় একজন ড্রাইভারের একটি সিএনজি পুড়িয়ে ভস্মীভূত করে দেয়।

 

 

এবং উক্ত সন্ত্রাসীদের উপুর্যুপরি আঘাতে খাগরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাফেজ খুরশিদ আলম এবং চন্দনাইশের বৈলতলী এলাকার মাওলানা মুদাস্সীরও লোহাগাড়ার চরম্বা এলাকার মাওলানা নুরুল আলম তালুকদার, কেওচিয়ার জনার কেঁওচিয়া এলাকার মো: তসলিমের ছেলে মো: সিফাত, কেঁওচিয়া নয়া পাড়া এলাকার মো: সেলিমসহ মোট ৪জন গুরুতর আহত হন।

 

 

 

 

এদিকে মামলার বাদী মো: তসলিম বলেন- নিরীহ ছাত্রজনতার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার  প্রতিবাদে আমি ৮১জনের নাম উল্লখ করে নাম না জানা আরো অন্তত ১৫০জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছি,আশাকরি সকল অপরাধীদের পুলিশ দ্রুত গ্রেফতার করে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে।
মন্তব্য করুন

Your email address will not be published.