আ ন ম সেলিম,পটিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়ায় মারধর করে ৬৫ ভরি স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় এক যুবদল নেতাসহ দুইজনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
আসামিরা হলেন- পটিয়া পৌরসভা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন (৩৫) ও তার সহযোগী বিএনপি কর্মী মনির (৩০)। তাদের দুইজনের বাড়ি পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাগজী পাড়া এলাকায়।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার এলাকার স্বর্ন ব্যবসায়ী রুবেল কান্তি দাশ বাদী হয়ে পটিয়া থানায় এই মামলা করেন।
পটিয়া থানার মামলা সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার স্বর্ণ ব্যবসায়ী রুবেল দাশের রিদি গোল্ড ফ্যাশন নামের একটি স্বর্নের দোকান রয়েছে। তাদের দোকানের কারিগর রূপন দাশ গত ২৭ জুলাই ২১ ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। একটি মোটর সাইকেল ও একটি নোয়াহ পূরবী বাসকে গতিরোধ করে ছাত্রলীগের কর্মী আখ্যায়িত করে রূপন দাশকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে ফেলেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা গলায় ছুরি ধরে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়৷ পরবর্তীতে ভিডিও ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী জানিয়েছেন, দলের নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ছিনতাই ও মানুষের উপর জুলুম করবে তাদের স্থান বিএনপিতে নেই। ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিয়েছেন। তিনি আরো জানান, যারা অপকর্মে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে।
ছবির ক্যাপশন- স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা৷