বিএনপির ৩১ দফার পক্ষে জনমত গঠনে সাতকানিয়ায় মতবিনিময় সভা

 

 

নিজস্ব প্রতিবেদক 

বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া- মাদার্শা ইউনিয়নের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে সাতকানিয়ার দেওদীঘি স্কুলের হল রুমে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল হোসেন। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের এই ৩১ দফা হচ্ছে দেশ ও জনগণকে নিয়ে বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। এই ৩১ দফার প্রতিটি দফা নিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মী কে কাজ করতে হবে এবং জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে বলে জানান সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল হোসেন। তিনি আরো বলেন, সাতকানিয়ায় কোন মাদক গডফাদার ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না বলে হুশিয়ারী দিয়ে বলেন, সাতকানিয়ার শান্তিপূর্ণ জনপদকে যারা অশান্ত করতে চাই আপনারা তাদের কে চিহ্নিত করুণ এবং তাদের আইন শৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করুণ। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন বিএনপির আহবায়ক আহমদুল হক সিকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা নাজিম উদ্দীন নাজু এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাজী ছামাদ, সদস্য হেলাল উদ্দিন, মার্দাশা বিএনপি’র প্রবীন নেতা সিরাজুল হক, এওচিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী, এওচিয়া ইউনিয়ন বিএনপির নেতা সাব্বির আহমদ, ফরিদ আহমদ, আজিজুল হক, আবদুর সোবহান, মার্দাশা ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাসেম মেম্বার, মোহাম্মদ ইসলাম, নুরুল ইসলাম, নুরু হোসেন, হামিদ, জসিম, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজিম উদ্দিন, ইকবাল হোসেন রুবেল, মফিজুর রহমান, ছৈয়দ আহমদ, মিজানুর রহমান, মাকসুদুর রহমান, ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ সাকিল, মোহাম্মদ তারেক, জে এম বেলাল উদ্দিন, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ আসিফ, স্বেচ্ছাসেবক দল নেতা আবু সাঈদ রাসেল, নূরুল ইসলাম, মোহাম্মদ সোহেল, জাবেদ, নোমান প্রমূখ। উক্ত মতবিনিময় সভায় এওচিয়া-মাদার্শা ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দরা মিছিল সহকারে যোগদান করে।

মন্তব্য করুন

Your email address will not be published.