৬৫ ভরি স্বর্ণ ছিনতাই পটিয়ার সেই যুবদল নেতা অবশেষে বহিষ্কার

 

আ ন ম সেলিম,পটিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের পটিয়ায় মারধর করে ৬৫ ভরি স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতা মামুনর রশিদ মামুনকে অবশেষে বহিষ্কার করা হয়েছে। সে পটিয়া পৌর যুবদলের যুগ্ম- আহ্বায়ক এবং তার বাড়ি পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাগজী পাড়া এলাকায়।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার এলাকার স্বর্ন ব্যবসায়ী রুবেল কান্তি দাশ বাদী হয়ে পটিয়া থানায় মামুনসহ দুইজনকে আসামি করে মামলা করেন।

পটিয়া থানার মামলা সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার স্বর্ণ ব্যবসায়ী রুবেল দাশের রিদি গোল্ড ফ্যাশন নামের একটি স্বর্নের দোকান রয়েছে। তাদের দোকানের কারিগর রূপন দাশ গত ২৭ জুলাই ২১ ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। একটি মোটর সাইকেল ও একটি নোয়াহ পূরবী বাসকে গতিরোধ করে ছাত্রলীগের কর্মী আখ্যায়িত করে রূপন দাশকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে ফেলেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা গলায় ছুরি ধরে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়৷ পরবর্তীতে ভিডিও ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করা হয়। গত ৫ সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি নিউজ “দৈনিক চট্টগ্রাম সংবাদ” পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত হয়।

সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতায় পটিয়া পৌরসভা শাখার যুগ্ম- আহ্বায়ক মামুনর রশিদ মামুনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের অপকর্মের কোন দায়-দায়িত্ব দল নিবেনা এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন মর্মে কেন্দ্রীয় যুবদলের দফতর সম্পাদক
নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান,আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা দলের কেউ সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের কেউ দলে স্থান পাবে না।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী জানিয়েছেন, দলের নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ছিনতাই ও মানুষের উপর জুলুম করবে তাদের স্থান বিএনপিতে নেই। ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিয়েছেন। তিনি আরো জানান, যারা অপকর্মে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য  সিদ্ধান্ত ইতোমধ্যে নেয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.