স্যার না ডাকলে বক্তব্য দিবোনা সাংবাদিককে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা

সৈয়দ আককাস উদদীন

স্যার না ডাকলে বক্তব্য দিবেননা বলে নির্দেশনা দিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।

আজ ৫ই মে(বুধবার)দুপুর ১২.৩০ এ পেশাগত দায়িত্ব পালনের জন্য কল করা হলে সাতকানিয়ায় কর্মরত এক সাংবাদিককে তিনি মুঠোফোনে এই বক্তব্য দেন।

মুঠোফোনের রেকর্ডকৃত কথোপকথন পাঠকদের জন্য তোলে ধরা হলো, সাংবাদিক আস্সালামু আলাইকুম,

ইউএনওঃবলেন কে?

দৈনিক সকালের সময় হ্যাঁ বলেন,
ইউএনওঃকেমন আছেন?

সাংবাদিকঃহ্যাঁ ভাই ভালো আপনি কেমন আছেন?

ইউএনওঃ ওফস!কিরে ভাই আপনি আমাকে স্যার না ডাকে ভাই ডাকলেন কেন?আপনি কি আমার আত্বীয়?নাকি এলাকার কেউ?আমি আপনাদের এলাকার স্যার!আমি একজন বিসিএস উচ্চ শিক্ষিত ইউএনও।

সাংবাদিকঃআরে ভাই সাংবাদিকরা ইউএনও সাহেবদের কখনো স্যার ডাকেন না। এটা গনমাধ্যম পরিপন্থী, আর অন্তত আমি ডাকতে পারিনা।
রাষ্ট্র বিদ্যায় আমার মাষ্টার্স করা চট্টগ্রাম সরকারি সিটিকলেজ,(এমবিএ মার্কেটিং) সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ,এলএলবি কক্সবাজার আইন কলেজ,আর বিসিএসও দিলাম কিন্তু ফেল করছি।

লেখাপড়া অনেক ডিরেক্ট সার্টিফিকেট যাচাই করলে আপনার চেয়ে বেশী হবে কম হবেনা।

ইউএনওঃদূর ভাই আমি এখানে দায়িত্বপালন করতে আসছি, সাংবাদিকদের বক্তব্য দিতে আসিনি আপনি উপরমহলে কথা বলেন আমি মেধাবী ট্যালেন্ট, তাই সেবা দিতে আসলাম, স্যার ডাকতে না পারলে আমাকে নাম ধরে ডাকবেন।
সাংবাদিকঃঠিক আছে,ইউএনও সাহেব বলে ডাকতে পারি তবুও আমি স্যার বলে ডাকতে পারবনা,কারণ আমারও একটা মর্যাদা আছে।

এদিকে ওই সাংবাদিক গনমাধ্যমকে বলেন,ইউএনও এর মত আমিও উচ্চ শিক্ষিত, বিসিএস দিয়ে প্রজাতন্ত্রে যায়নি আর কি স্বাধীন কথা বলার জন্য,আমার ভার্সিটি লাইফের অনেক ছোট ভাই বড় ভাই বন্ধু বিসিএস ক্যাডার।
আমার প্রশ্ন হচ্ছে ইউএনও আমাকে ভাই বল্লে আমি কেন পারবনা?সে তো আমাকে আর স্যার ডাকেনি।

কিছু কিছু আমার জুনিয়র বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইরা এখন আমলা হয়েছে তারা উল্টো আমাকে স্যার ডাকে কিন্তু আমি নিষেধ করেছি তাদেরকে ভাইয়া ডাকার জন্য।

সদ্য বিদায়ী ইউএনও সালাম ভাইকে স্যার ডাকলে বলে এটা ঠিক না আমি ভাই হিসেবে মিলেমিশে কাজ করতে ভালোবাসি।

১৩ই সেপ্টেম্বর ঢাকা টাইমস এ একটা শিরোনাম করেছিলো, ইউএনও এসিল্যান্ডকে কেন?স্যার ডাকতে হবে?এটা নিয়ে

দৈনিক কালের কন্ঠ করেছিলো ২০২০ সালে ১৯শে অক্টোবর, আমি ডিসির সমমান।

পরে চ্যানেল আইয়ে ১৩ই জানুয়ারী ২০১৮তে শিরোনাম করেছিলো, কে কাকে স্যার ডাকবে?
এত গুলোর পরেও সাংবাদিকরা স্যার ডাকেনি কখনো কিন্তু ইউএনও নজরুল সাহেব স্যার ডাকার নির্দেশনা দেন কিভাবে!

অথচ!প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছেন স্যার ডাকার বিষয়ে এত তোলপাড় কেন?
জনগনই সকল ক্ষমতার উৎস।

আর এদিকে ৮ই জানুয়ারী দুদক চেয়ারম্যান বলেন,সাংবাদিকরা আপনার অধীনস্থ কেউ নই, আপনাকে স্যার ডাকতেই হবে!
উল্লেখ্যঃ ইউএনও ক্ষেপে গেলো কয়েকদিন আগে” সরকারি মাটি অবৈধ ভাবে বিক্রি করলো উপজেলা প্রশাসন নিজেই”এমন নিউজের কারনে ইউএনও ওই সাংবাদিকের উপর ক্ষেপে বসে আছে।

মন্তব্য করুন

Your email address will not be published.