সাতকানিয়ায় বোলপাল্টে আওয়ামী লীগনেতার  বিএনপির পক্ষে পোস্টারিং ! 

অথচ! তিনি এখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বহাল

নিজস্ব প্রতিবেদক 
সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ আজগর চৌধুরী সুজা। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দীন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবিসহ পোস্টারিং করায় এলাকায় দলীয় নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগ নেতা রাশেদ আজগর চৌধুরী সুজা এক সময়ে বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে, আওয়ামী লীগ ছেড়ে ফের বিএনপিতে।
আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পোস্ট নেয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হওয়ার পর ফের বিএনপিতে ফিরতে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেন। আওয়ামী লীগ নেতা সুজার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এলাকার বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত করেন। যার কারণে সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী সুজার উপর ক্ষোভ। তবে বিএনপির এক পক্ষের দাবি আওয়ামী লীগ নেতা বিএনপির নেতা সেজে এলাকায় পোস্টারিং করার বিষয়টি দলীয় একটি গ্রুপ ষড়যন্ত্র করার জন্য করেছে বলে দাবি করেন।
তবে রাশেদ আজগর চৌধুরী সুজা আওয়ামী লীগ ছেড়ে  বিএনপিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

 

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দীন বলেন, এ পোস্টার কে কারা করেছে জানি না, আমার ছবি ব্যবহার করলেও পোস্টার করার আগে কেউ আমার সাথে যোগাযোগ করেনি কথাও বলেনি। পোস্টারটি আমার জানা মতে আমাকে দলীয়ভাবে হেয় করতে ষড়যন্ত্র করে কেউ করতে পারে বলে তিনি মনে করেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি ঘরানার লোকজনের দাবী জামাল হোসেনের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির একটি বলয়ের এটা কারসাজি হতে পারে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.