এবার সাতকানিয়া কেরানীহাটে বহিরাগত ইয়াবা ব্যবসায়ী আটক

 

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ০৭-এর সদস্যরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কেরানীরহাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। একই দিন (মঙ্গলবার) বিকেলে র‍্যাব -০৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন – কক্সবাজার টেকনাফ দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত হামিদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) এবং একই এলাকার আমির আলীর ছেলে মো. আমিন (৩৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীরহাট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, কেরানিহাট কেন্দ্রিক ইয়াবা সিন্ডিকেটরা কেউ কেউ গা ঢাকা দিয়েছেন, এবার বহিরাগতরা এখানে এসে ইয়াবার ঘাটি করতে চায়।

 

আশাকরি সেটা র‍্যাবের এমন তৎপরতায় আর গড়ে ওঠতে পারবেনা।

 

আমরা  কেরানীহাটবাসী র‍্যাবকে ধন্যবাদ দিতে চায়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.