নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া থানার একাধিক মামলার এবং ছাত্র জনতার আন্দোলনের উপর হামলার সাথে জড়িত থাকায়,উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের সামিয়ার পাড়া এলাকার মোঃ সোলায়মানে পুত্র মোঃ ফারুক (২৭) কে সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার ভোর রাতে সাতকানিয়া থানাধীন জনার কেঁওচিয়া সাকিনের সামিয়ার পাড়া এলাকা হইতে বিশেষ টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হন সাতকানিয়া থানার পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ মোস্তাফা কামাল খান বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, শুক্রবার ভোররাতে তাকে গোপন খবরের ভিত্তিতে বিশেষ অভিযানে গ্রেপ্তার করি। পরবর্তীতে উক্ত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এদিকে স্থানীয়সূত্রে জানা যায়, ফারুক সাতকানিয়া উপজেলা যুবলীগের রাজনীতি করলেও পরে উত্তর সাতকানিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন।ফারুকের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন সময় খোঁদ স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরাও অনেক সময় মুখ খোলেছিলেন আগে
এছাড়াও ফারুকের বিরুদ্ধে মাদকসহ চুরি ছিনতাই একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা ছিলো থানা পুলিশের হাতে।সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে ৪আগষ্ট সাতকানিয়া কেরানীহাটে ছাত্র জনতার আন্দোলনে সরাসরি হামলা করার অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে।
ঘটনায় তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলাও রুজু করা হয়।