চট্টগ্রামে জেলের জালে উঠে এলো মর্টারশেল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জেলের জালে একটি মর্টারশেল পাওয়া গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে শিকলবাহা খালের ব্লকপাড় এলাকায় এটি পাওয়া যায়। তবে এটি সক্রিয় কিংবা নিষ্ক্রিয় কি না তা জানা যায়নি। বর্তমানে মর্টারশেলটি কর্ণফুলী থানা হেফাজতে রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় বাসিন্দা মাহবুব আলম প্রতিদিনের মতো শিকলবাহা খালে মাছ ধরতে জাল ফেলেন। একপর্যায়ে তিনি জাল টেনে লোহার দণ্ড সদৃশ একটি বস্তু পান। পরে এটি বিক্রির জন্য তিনি ভাঙারির দোকানে নিয়ে যাচ্ছিলেন। পথে লোকজন এটি মর্টারশেল বলে শনাক্ত করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি হেফাজতে নেয়।

মন্তব্য করুন

Your email address will not be published.