গাজীপুরে ড. ইউনূসের গ্রামীণ ফেব্রিকসে আগুন দিয়েছে বেক্সিমকোর শ্রমিকেরা

আজকের পত্রিকার অনলাইন ডেস্ক

গাজীপুরর মহানগরীর কাশিমপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. মনিরুজ্জামান বলেন, গ্রামীণ ফেব্রিকস অ্যান্ড ফ্যাশন লিমিটেডে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গ্রামীণ ফেব্রিকস অ্যান্ড ফ্যাশনস হলো গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান। কোম্পানির চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এই কারখানায় ম্যালেরিয়া, ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ থেকে সুরক্ষার জন্য বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী মশারি তৈরি করা হয়। কোম্পানিটি ব্যাবিলন গ্রুপের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ‘সফটি’ নামে স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে, যার লক্ষ্য বাংলাদেশের পোশাক শ্রমিক এবং দরিদ্র নারীদের জন্য কম খরচে স্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা। এ ছাড়া করোনাকালে এখানে বিভিন্ন ধরনের করোনা প্রতিরোধী সামগ্রী তৈরি করা হয়।

ফায়ার সার্ভিসের গাজীপুরের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, বুধবার পৌনে সাতটায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সারাবো স্টেশন, গাজীপুর ফায়ার স্টেশনে টঙ্গী ফায়ার স্টেশন থেকে মোট সাতটি ইউনিটের সদস্যরা আগুন নির্বাপণের জন্য ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে রাত সোয়া ৯টায় ৭ ইউনিটের পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, বিক্ষুব্ধ লোকজন এখানে আগুন লাগিয়েছে বলে জানা গেছে। আগুনে ভবনের অভ্যন্তরে রক্ষিত বিভিন্ন ফেব্রিকস জাতীয় কাপড় পুড়ে গেছে। প্রকৃত ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.