নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া থেকে-
সাতকানিয়া আইনজীবী সমিতি নির্বাচন-২০২৫
পূর্ণ প্যানেল বিজয়ের পথে আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত প্রার্থীরা।
সাতকানিয়া আইনজীবী সমিতির নির্বাচন চলতি মাসের ৩০শে জানুয়ারি। অনুষ্ঠিতব্য উক্ত নির্বাচনে আজ ২৩শে নভেম্বর (বৃহস্পতিবার)মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য ছিলো।
আরো পড়ুন
তারই আলোকে আজ সভাপতি পদে এডভোকেট মিনহাজুল আব্রার,সাধারণ সম্পাদক পদে এডভোকেট আবুল কাসেম ও পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট সৈয়দ শওকত আলী নির্ধারিত সময়ের আগে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
এদিকে উক্ত নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা মোট ১৩ টি পদে মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখিত প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় আইনজীবী ঐক্য পরিষদের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এতে সভাপতি পদে এডভোকেট মো: সোলাইমান, সাধারণ সম্পাদক পদে -এডভোকেট হাফিজুল ইসলাম মানিক ও সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ নির্বাচিত হয়।