সেইফটি ট্যাংকে মিলল বাবার লাশ, সন্দেহের তীর ছেলের দিকে

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: 

চট্টগ্রামের পটিয়ায় এক ব্যক্তির লাশ নিজ বাড়ির সেইফটি ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুল হক (৫০) হাঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরবান আলীর বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন স্ক্র্যাপ ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল হকের সঙ্গে তার ছেলে বাবলুর পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে নিহতের স্ত্রী ও ছেলের বউ তাদের বাপের বাড়িতে চলে যান। ঈদ করার জন্য তারা বাড়িতে আসছিল। গত ২/৩ দিন ধরে নুরুল হকের ঘরের সেইপটি টাংকি থেকে গন্ধ বের হচ্ছিল।

ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, কয়েকদিন আগে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, বাবলুর মারধরের কারণেই নুরুল হকের মৃত্যু হয়েছে।

প্রতিবেশীরা জানান, দুই মাস আগেও বাবলু তার বাবা-মাকে মারধর করেছিল, যা নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশী বৈঠক  হয়েছিল।

পটিয়া পুলিশ জানায়,  নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ছেলেকে আটক করে থানায় নিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.