নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া উপজেলার ১৭নং সোনাকানিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮শে মার্চ (জুমাবার) বিকেলে ১৭নং সোনাকানিয়া’র শামসু মেম্বার পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপি’র সফল আহবায়ক কারানির্যাতিত জননেতা জামাল হোসেন ভাই।
১৭নং সোনাকানিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোর্শেদ এর সভাপতিত্বে সদস্য সচিব ওসমান গণি শুভ’র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপি’র সংগ্রামী সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতকানিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত এবং বিএনপি’র চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।