পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় পথচারীদের সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দ ইফতার করেছেন।
শনিবার (২৯ মার্চ) পটিয়া রেলস্টেশন চত্বরে পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে
এ আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সেক্রেটারি গোলাম কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সহ-সভাপতি শফিউল আলম মাস্টার। এতে বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক আ.ন.ম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দফতর সম্পাদক মোরশেদ আলম, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় সেন, সদস্য রনি কান্তি দেব, মো. শহিদুল ইসলাম ও হেলাল উদ্দিন নিরব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এ মাসটি আত্মগঠন, নৈতিক উন্নতি, চারিত্রিক দৃঢ়তা, পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গঠন এবং সামাজিক সাম্যের নিশ্চয়তা বিধানের এক অনন্য সুযোগ।এ মাসের মাধ্যমে সম্ভব দুনিয়া ও আখেরাতে কল্যাণ সাধন করা । প্রেস বিজ্ঞপ্তি