নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে: শ.ই.রাহী

 

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী বলেছেন, নির্বাচন নিয়ে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামীলীগের মতো জনগনকে আবারও ভোটাধিকার থেকে দূরে রাখতে নির্বাচন বানচালের পায়তারা চলছে। জনগণের আকাঙ্খা পূরণে কালক্ষেপন না করে অনতিবিলম্বে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানাচ্ছি। অন্যথায় দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করে নেয়া হবে।

 

 

রবিবার (৩০ মার্চ) চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সর্বস্তরের জনগণকে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, গত ১৫ বছর এদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে আওয়ামীলীগ। দীর্ঘদিন ধরে গুম, খুন ও হত্যাসহ বর্বর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে এদেশের সাধারণ মানুষের উপর। মানুষের মনে জমে থাকা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হলো জুলাই বিপ্লব। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। মানুষ এখন তাদের মালিকানা ফিরে পেতে চায় এবং নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

 

 

এসময় জুলাই বিপ্লবসহ ১৭ বছরের আওয়ামী দুঃশাসনে নিহতদের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক বেলাল, উত্তর সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শামসুল ইসলাম বাবলু মেম্বার ,খাগরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক কবি নাছির উদ্দীন, চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যাংকার বাহা উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ পূণর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মমতাজ, কালিয়াইশ ইউনিয়ন বিএনপি নেতা ওসমান গণী চৌধুরী, কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওসমান আলী সহ বিএনপি ও অঙ্গ-সংগঠের সহস্রাধিক নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চন্দনাইশ পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন ছোটন ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফৌজুল কবির রুবেল।

মন্তব্য করুন

Your email address will not be published.