রাজধানীতে ছিন্নমূল অসহায়দের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করলেন সাতকানিয়ার সন্তান

 

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাসে রাজধানী ঢাকার অলিতে গলিতে সাতকানিয়ার পুরানগড়ের ছেলে ব্যাংকার এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য কায়কোবাদ ওসমানীর ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী চলমান রয়েছে।

আজ সন্ধ্যায় মুঠোফোনে জানতে চাইলে চট্টগ্রাম সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে এই বার্তা দেন।

তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ভাই ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে আমি প্রতিদিনের ন্যায় আজ ২৪তম রমজানেও কেন্দ্রীয় শহীদ মিনারে দুস্থ অসহায়, ছিন্নমূল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও রান্না করা খাবার বিতরণ করি।আসলে আপনারা জানেন,বাংলাদেশ আওয়ামীলীগের যারা রাজনীতি করে মূলত গরীব অসহায় দুস্থদের জন্যই তারা কাজ করেন।

তিনি আরও বলেন,আর আমি আমার যুবলীগের সম্মানিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মহোদয়ের নেতৃত্বে সবসময় মাঠে আছি।

মন্তব্য করুন

Your email address will not be published.