চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

আজাদী অনলাইন 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে ফারজাদ হোসেন সাজিদ (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

কারা কর্তৃপক্ষের তথ্যমতে, দুপুর ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.