খাগরিয়া সমিতি, চট্টগ্রামের মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা’২৫ অনুষ্ঠিত

 

সাতকানিয়া থানাধীন খাগরিয়া ইউনিয়নে খাগরিয়া সমিতি চট্টগ্রাম এর উদ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা’২৫ খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চরখাগরিয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ১৭ মে ২০২৫ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পরীক্ষায় খাগরিয়া ইউনিয়নের ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম ও অষ্টম শ্রেণীর ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সংগঠনের আহবায়ক ডাঃ জুনায়েদ মাহমুদ খান ও যুগ্ন আহবায়ক ডাঃ হারুনর রশীদ চৌধুরীর সার্বিক নির্দেশনায় বৃত্তি পরীক্ষায় মনিটরিং কো-অর্ডিনেটর সংগঠনের সদস্য সচিব এডভোকেট রিদোয়ানুল হকের তত্বাবধানে পরীক্ষায় যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন দুই কেন্দ্রের হল সুপার- শহিদুল ইসলাম ও আবু তৈয়ব।

 

এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আবুল বশর, আনোয়ারা সরকারি কলেজের অধ্য মোহাম্মদ রিদুয়ানুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইয়াকুব, ইছাপুর বাদশা মিয়া চৌধুরী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসমাঈল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শফিউল ইসলাম আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রিদোয়ানুল হক হৃদয়সহ সংগঠনের নেতৃবৃন্দ। বৃত্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতা করেন
“রহমান নূর ফাউন্ডেশন”।

মন্তব্য করুন

Your email address will not be published.