জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিদায় করতে বললেন: সালাউদ্দিন আহমেদ

 

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে হিসেবে অবহিত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের কাছে খলিলুর রহমানকে বিদায় করার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার (১৭ মে) খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্পর্কে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে। খুলনা ও বরিশাল বিভাগের বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.