চট্টগ্রাম ব্যুরো
আজ (০৯ মে) শনিবার চট্টগ্রাম বিএসটিআই কর্তৃক হালিশহর এলাকায় একটি সার্ভিলেন্স অভিযান পরিচালিত হয় । সার্ভিলেন্স অভিযানকালে হালিশহর মার্ট, চট্টগ্রাম প্রতিষ্ঠানটি ফারমেন্টেড মিল্ক, মুড়ি, মরিচ গুঁড়া ,হলুদ গুঁড়া ও ধনিয়া গুড়া সিএম সনদ গ্রহণ ব্যতীত প্যাকেটজাতকরণ ও বাজারজাতকরণের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানের রক্ষিত আম ও নাশপাতি ফলে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি । আমদানিকৃত পণ্যের মোড়কে আমদানিকারক প্রতিষ্ঠানের নাম ও এলসি নাম্বার নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানটির ম্যানেজারকে বলা হয়েছে । স্বপ্ন সুপার শপ ,হালিশহর, চট্টগ্রাম রক্ষিত কমলা, আপেল ও লাল আঙ্গুর ফল পরীক্ষা করে ফরমালিন উপস্থিতি পাওয়া যায়নি । আমদানিকৃত পন্যের মোড়কে এলসি, বি এল ও বিল অফ এন্ট্রি নাম্বার নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানটির ম্যানেজারকে বলা হয়েছে। হাইওয়ে সুইটস এন্ড কনফেকশনারী, হালিশহর, চট্টগ্রাম প্রতিষ্ঠানটিতে বিস্কুট ও ফারমেন্টেড মিল্ক পণ্যের বিএসটিআইয়ের সিএম লাইসেন্স যাচাই করলে সঠিক পাওয়া যায় । ফিরোজা স্টোর, এক্সেস রোড ,আগ্রাবাদ, চট্টগ্রাম এর আম ও আপেল এবং নিউ সাইট ফুড সেন্টার, 4 নং কমিউনিটি মার্কেট আগ্রাবাদ, চট্টগ্রাম এর আম, আপেল, কমলা ও ফাল্গুনী ফ্রুটস এন্ড ডিপার্টমেন্টাল স্টোর, 6 নং সরকারি কমিউনিটি মার্কেট, আগ্রাবাদ, চট্টগ্রাম এর আপেল, নাশপাতি ও মালটা ফলে পরীক্ষা করে ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়নি । অভিযানকালে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা জনাব রাজিব দাশগুপ্ত ,ফিল্ড অফিসার (সিএম) , জনাব তারেক রহমান ,ফিল্ড অফিসার (সিএম) ,জনাব জিল্লুর রহমান ,পরিদর্শক (মেট্রলজি) মৃধা সাইদুল ইসলাম , পরীক্ষক (রসায়ন) ও ইবরাহিম খলিল, ল্যাব সহকারী উপস্থিত ছিলেন ।