পটিয়ায় হাতুড়ির আঘাতে আহত এক যুবক

 

পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম পটিয়ায় এক যুবককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ ওঠেছে।  আহত মোহাম্মদ হাসান (২৬) পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ সেলিমের পুত্র। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। হাতুড়ির আঘাতে যুবক হাসানের কান, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঈদের দিন (শনিবার) দুপুর ১টার দিকে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ছবির মার্কেট এলাকায় এ ঘটনা।

জানা গেছে, পটিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামসুল আলমের আপন চাচতো ভাই মো: শাহজমির (২৮) এর সাথে ৭-৮ মাস পুর্বে হাসানের ধন্দ্ব হয়। এরপর থেকে হাসান ভয়ে বাড়ি ছেড়ে চট্টগ্রাম শহরে চলে যায়। কোরবান উপলক্ষে হাসান বাড়ি এলে শনিবার সকালে ঈদের নামাজ পড়ে ছবির মার্কেট এলাকায় গেলে শাহজমিরের নেতৃত্বে ৭-৮ জন তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা হাতুড়ি দিয়ে যুবক হাসানকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয় লোকজন হাসানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

হামলার শিকার মোহাম্মদ হাসান জানিয়েছেন, তাদের বাড়ি এলাকায় নেশা করতো বেশ কিছু যুবক। এ কাজে বাঁধা দেওয়ার কারনে প্রতিবেশি শাহজমিরসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধ হয়। ঈদের দিন তাকে একা পেয়ে শাহজমিরের নেতৃত্বে শাকিল, আসাদুজ্জামান আসাদ, নেছার, শুক্কুরসহ ৭-৮জন হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহজামিন জানান, ঈদের নামাজ পড়ে চট্টগ্রাম শহরে ফিরে এসেছি । কারো সাথে আমার মারামারি হয়নি।

পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল বাতেন জানিয়েছেন, ঈদের দিন হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার কোন সংবাদ তিনি পাননি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.