সফল উচ্ছেদ অভিযান:যৌথবাহিনীর নেতৃত্বে কেরানী হাটে উচ্ছেদ হলো অবৈধ স্থাপনা

অবৈধ স্থাপনা থেকে যারা মাসোহারা নেয় তারাও আছে আতংকে

: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট ও কেরানীহাট-বান্দরবান সড়ক মোড় এলাকায় ফুটপাত এবং সড়কের পাশ থেকে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনী, দোহাজারী হাইওয়ে ও সাতকানিয়া থানা-পুলিশের সহযোগিতায় সাতকানিয়া উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এর আগে গত শনিবার কেরানীহাট এলাকায় ফুটপাত থেকে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছিল।

 

 

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত সাতকানিয়া উপজেলার সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন মো. পারভেজ, দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

 

 

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, মহাসড়কের কেরানীহাট ও বান্দরবান সড়ক মোড় এলাকায় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের পাশ দখল করে অবৈধভাবে স্থাপনা আর দোকান তৈরি করে ব্যবসা করে আসছিলেন। এতে নিত্য যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। তাই যৌথবাহিনীর সহযোগিতায় অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে

মন্তব্য করুন

Your email address will not be published.