পটিয়ায় হাইস চালকের লাশ উদ্ধার 

 

আ ন ম সেলিম, পটিয়া (চট্টগ্রাম) :

চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজের একদিন পর জসিম উদ্দিন (৪০) নামের এক হাইস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে পটিয়া সদরের বাইপাস সংলগ্ন ইন্দ্রপুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ জসিম উদ্দিন (৪০) পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাগজীপাড়া এলাকার মৃত মোহাম্মদ ইলিয়াসের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলো হাইস চালক নিহত জসিম। বুধবার বিকেলে ইন্দ্রপুল সংলগ্ন ব্রীজের নিচে খালের পশ্চিম পাড়ে নিহত জসিমের লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পটিয়া থানা পুলিশ।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.