আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে কাতার

নিজস্ব প্রতিবেদক

আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার। আজ সোমবার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত দেশের নাগরিক ও বিদেশি ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে নেয়া হয়েছে।

কাতারের আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন ইরান তাদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা জবাব দেয়ার হুশিয়ারি দিয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের কাতারে অবস্থানরত নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে বাসায় আশ্রয় নেয়ার পরামর্শ দেয়।

মন্তব্য করুন

Your email address will not be published.