সাতকানিয়াকে হুঁশিয়ারী-পটিয়ায় স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা 

 

আ ন ম সেলিম, পটিয়া (চট্টগ্রাম) :

চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাভুক্ত পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের

যুগ্ম আহ্বায়ক (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) ইমদাদুল হক সিকদার (মাসুদ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মনজুর আলম তালুকদার ও সদস্য সচিব জমির উদ্দীন চৌধুরীর নির্দেশক্রমে এ সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। সেই সাথে উত্তর সাতকানিয়া উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক/সদস্য সচিবকে সংগঠন পরিচালনার ক্ষেত্রে অধিকতর সতর্কতার সাথে সাংগঠনিক রীতিনীতি মেনে চলার জন্য চুড়ান্ত নির্দেশ প্রদান করা হয়।

জানা যায়, ২০২১ সালের ২৮ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি মোঃ ওবায়দুল হক (রিকু) কে আহবায়ক,

মো: আব্দুল কাদের, মো: মাসুদ করিম চৌ:,মো: আব্দুল আজিজ,মো: ইকবাল হোসেন,মো: মিজানুর রহমান,মো: শফিকুল ইসলাম,মো: ফজলুল হক চৌ: রুবেল কে যুগ্ন আহবায়ক ও মো: জাহেদ সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট পটিয়া উপজেলা আহবয়ক

কমিটি অনুমোদন দেওয়া হয়।

বিলুপ্ত কমিটির আহ্বায়ক ওবায়দুল হক (রিকু) জানান,আমরা দলের দু:সময়ে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছি। কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচি যথাযথভাবে পালন করেছি।

চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্যান্য উপজেলা ও পৌরসভায় আমাদের আগেই কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও সেই কমিটিগুলো বিলুপ্ত না করে শুধুমাত্র পটিয়া উপজেলা কমিটি বিলুপ্ত করাকে উদ্দেশ্য প্রনোদিত ও প্রতিহিংসার শিকার বলে আমি মনে করি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.