ট্রাক-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে বাঁশখালীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৪

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মা-মেয়েসহ ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১০ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে সাধনপুর ইউপির বৈলগাঁও দমদমা দিঘীর পাড় এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন,বান্দরবান নাইক্ষ্যংছড়ি মধ্যম বাইশারী এলাকার মো. হাশেমের পুত্র আব্দুর রহিম (২৫), চকরিয়া ফাঁসিয়াখালী এলাকার মোঃ আরমানের স্ত্রী সানজিদা করিম (২৩) ও তার কন্যা প্রিয়া মনি (৭) এতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মো: আরমান (৩০), আইয়ুব (২৮) জসীমউদ্দীন (২৪)।

অপর দিকে উপজেলা সদরের জলদী স্পেশাল কাউন্টারের পার্শে ছমিউদ্দীন চৌধুরীর ঘাটা সামনে সকাল সাড়ে ১০ টার দিকে ট্রাকের ধাক্কায় পথচারী দুলাল চক্রবর্তী (৭০) নামের একজন নিহত হয়েছে। সে দক্ষিন জলদী ৯ নং ওয়ার্ডের মৃত অনঙ্গ মোহন চক্রবর্তীর পুত্র। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার বৈলগাঁও দমদমা দিঘীর পাড় এলাকায় পৌনে ১ টার দিকে আনোয়ারা থেকে চকরিয়া পেকুয়া গামী সিএনজি অটোরিক্সার সঙ্গে চট্টগ্রাম গামী সিমেন্ট পরিবহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় অটোরিক্সাচালকসহ আরও ২যাত্রী আহত হয়েছেন।

বাঁশখালী রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ (আইসি) এস আই রাকিবুল ইসলাম বলেন, সোমবার দুপুরে সাধনপুর বৈলগাঁও দমদমা দিঘীর পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন,পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন, ঘাতক ট্রাক ২ টি জব্দ করা হয়েছে। ঘটনার পর পরই ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে। ’ লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাটানো হয়েছে।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার আনোয়ারা – বাঁশখালী (সার্কেল) হুমায়ন কবীর, স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা সহ পুলিশ কর্মকর্তারা।

 

মন্তব্য করুন

Your email address will not be published.