জেলা পরিষদের ঈদ উপহার পেল চুনতির হত দরিদ্র পরিবার

 

লোহাগাড়া প্রতিনিধি

মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া চুনতি ইউনিয়নের অসহায় ও দুঃস্হ পরিবারের মধ্যে ঈদ উপহার দিলেন চট্টগ্রাম জেলা পরিষদ।

১০ই মে সোমবার সকালে জেলা পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবদুস সালামের পক্ষ থেকে জেলা পরিষদ আনোয়ার কামালের তত্ত্বাবধানে চুনতি ইউনিয়নের প্রায় ১০০ টি হত দরিদ্র পরিবারের মাধ্যে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার কামাল। এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক এম.এম আহমদ মনিরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।

চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল বলেন করোনাকালীন লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়েছে অনেক পরিবার। তাদের এই দুর্দিনের কথা চিন্তা করে জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে লোহাগাড়ার বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্হ ৩৫০ পরিবারের জন্য ঈদ উপহার পাঠান। আমরা ইতিমধ্যে ২৫০ পরিবারকে বিভিন্ন ইউপির চেয়ারম্যানের মাধ্যমে উক্ত উপহার পাঠিয়ে দিয়েছি। আজকে চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক অসহায় ও দুঃস্হ পরিবারের মাধ্যে জেলা পরিষদের ঈদ উপহার( ইফতার সামগ্রী) বিতরণ করি। আগামীতে আরো বেশি পরিবারের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.