সোনাকানিয়া ইউনিয়নে বিএনপি পরিবারের দৃপ্ত ঘোষণা: “তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা একতাবদ্ধ!”
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া (১৫ আসন) এর অন্তর্গত ১৭ নং সোনাকানিয়া ইউনিয়নে বিএনপি পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সমাবেশে ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।
শনিবার সাতকানিয়া সোনাকানিয়ায় এক সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা অনুষ্ঠানে আরো জোর দিয়ে বলেন—এই আসনে ধানের শীষ প্রতীক যাঁকে মনোনয়ন দেওয়া হবে, তাঁর পক্ষেই এককভাবে কাজ করবেন সকলে। জামাল ভাইয়ের নেতৃত্বে এবং তারেক রহমানের নির্দেশনায় সবাই মাঠে থাকবে, এটা ছিল উপস্থিত নেতা-কর্মীদের অঙ্গীকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ছাড়াও শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, যুবদল, ছাত্রদল এবং সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ ও তৃণমূলের বিপুল সংখ্যক সমর্থক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ওসমান গনি শুভ, মোজাম্মেল হক
নেছার উদ্দিন, জিয়াবুল ইসলাম জিয়া , মোঃ কামাল উদ্দিন সাইফুল ইসলাম লাভলু, রুবেল, মোরশেদ, আবদুর রহমান, হাসান, ইমরান, আমিন
এবং আরও অনেক উদ্যমী তরুণ নেতাকর্মী।
ওসমান গনি শুভর জোরালো বক্তব্যে বলেন:
“সোনাকানিয়া বিএনপি পরিবার আজ ঐক্যবদ্ধ। কোনো বিভক্তি, কোনো গ্রুপিং নয়—শুধু তারেক রহমানের নেতৃত্বের পক্ষে শক্তিশালী অবস্থান নিতে হবে। জামাল ভাইয়ের নেতৃত্বে এই আসন ধানের শীষের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঘরে ঘরে আমরা তারেক রহমানের বার্তা পৌঁছে দেব। এটা এখন শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটা আমাদের জাতীয় কর্তব্য!”
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাফ্ফর আহমেদ, তিনি বলেন—
“এই আসনটি জনাব তারেক রহমানকে উপহার দিতে হলে, গ্রুপিং নয়—ঐক্য দরকার। প্রতিটি ঘরে ঘরে ৩১ দফা ও গণমানুষের ন্যায়ের প্রতীক তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে।”
তিনি আরও জানান,এই আসনের গনমানুষের অধিকার আদায়ে জামাল ভাইয়ের সাথে কাজ করুন! ৫০০ টাকার নোট দিয়ে ইজ্জত ঢাকতে পারবেন না, কিন্তু ৫০০ টাকায় লুঙ্গি কিনে ইজ্জত ঢাকতে পারবেন! তাই সঠিক মানুষের হাতে এই আসনের দ্বায়ীত্ব তুলে না দিলে আপানারা আমরাই পরবর্তীতে ভুক্তভোগী হবো! তাই অন্যায় অবিচার রুখে দিয়ে সাংগঠনিক কার্যক্রম দ্রুত এগিয়ে যেতে হবে! আপনার হাতেই আগামীর রাষ্ট্র!
সমাবেশে উপস্থিত সকলে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার উপায় নিয়েও মতবিনিময় হয়।
নেতৃবৃন্দ জানান, বর্তমানে সোনাকানিয়া ইউনিয়ন বিএনপি পরিবার ঐক্যবদ্ধ ও শক্তিশালী অবস্থানে রয়েছে, যা আন্দোলন-সংগ্রামে আগামী দিনে বড় ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।
সবশেষে উপস্থিত নেতৃবৃন্দ জনগণের দোরগোড়ায় ধানের শীষ ও তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার শপথ নেন।