সাতকানিয়ায় উত্তর ঢেমশা ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়ায় উত্তর ঢেমশা ইউনিয়ন তাতী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশের এসআই মো: আনোয়ার।

১৬ই আগস্ট সাতকানিয়া কেরানীহাট থেকে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহবুবুর রহমান উপজেলার উত্তর ঢেমশার ৫নং ওয়ার্ডের মাইজপাড়ার নুরুল কবিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাহবুবুর রহমান ঢেমশা ইউনিয়ন তাতী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সাতকানিয়া কেরানীহাটে ছাত্র জনতার আন্দোলনে হামলা চালায়।

 

সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম মাহবুবুর রহমানকে গ্রেফতারের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন- হ্যাঁ মাহবুবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে একটু আগে।

মন্তব্য করুন

Your email address will not be published.