স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে দেশপ্রেমিক ইসলামী শক্তিকে সংসদে পাঠাতে হবে : শাহজাহান চৌধুরী

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বলেছেন, “বিগত ২০বছর দেশের শান্তিকামী ও মুক্তিকামী মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। ফ্যাসিস্ট সরকার এদেশের মুক্তিকামী জনতার উপর ইতিহাসের জঘন্যতম নির্যাতন চালিয়েছে। আল্লাহ সেই অত্যাচার নির্যাতন থেকে জাতিকে মুক্তি দিয়েছেন।২০২৪সালের ৫আগস্ট হতে আমরা সুযোগ পেয়ে এক বছর শান্তিপূর্ণভাবে দেশ ও জাতির উন্নয়ন ও কল্যাণে কাজ করেছি। কোনো ধরণের আক্রমণাত্মক ও প্রতিহিংসা পরায়ণ কোন আচরণ আমরা করিনি। শান্তি ও অগ্রগতির এই ধারা বজায় রাখতে হলে আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে বিজয়ী করতে হবে। সেজন্য সবাইকে এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে গিয়ে ক্যাম্পেইন করতে হবে।”
তিনি বলেন,ব্যাংকের টাকা যারা লুট করছে তাদেরকে না ধরে ব্যাংকের স্টাফদেরকে ছাটাই করা হচ্ছে।এগুলি বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন,আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে সব অপশক্তিকে মূলোৎপাটন করা সময়ের ব্যাপার মাত্র।
সাবেক এমপি বলেন,দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান।

২২আগস্ট জুমাবার সন্ধ্যায় কেরানিহাটের আল আকসা রেস্টুরেন্টের কনফারেন্স রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী অধ্যক্ষ হোসাইন আল হিসাম মুহাম্মদ জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল ফয়েজ, উপজেলা জামায়াতের সেক্রেটারী তারেক হোসাইন, শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ আল কাদেরী, উপাধ্যক্ষ শাহাদাত হোসাইন, ব্যাংকার আবু জাফর,ঢেমশা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নুরুল আলম,শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢেমশা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ ওসমান,বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আবু তাহের কোম্পানি, ডাক্তার মাহবুবুর রহমান, ব্যবসায়ী তৈয়বুল হক সিকদার, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দীন, প্রবাসী মোজাফ্ফর হোসাইন, কেরানি হাট প্রগতিশীল ব্যাবসায়ী সমবায় সমিতির সাবেক সহ সভাপতি আবচার প্রমূখ।

মন্তব্য করুন

Your email address will not be published.